প্রকল্প নির্দেশনা (Project Guide)
2013
খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক
পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণির সমগ্র পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের
পাঠ্যসূচীর মধ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে একাদশ ও
দ্বাদশ শ্রেণির সকল বিষয় বিশেষ করে কলা বিভাগের (Arts) অন্তর্গত প্রতিটি বিষয়ের
পাঠ্যসূচীর মধ্যে 20 নম্বরের প্রকল্প প্রণয়নের কাজ সংযোজিত
করা হয়েছে।
শিক্ষাবিজ্ঞান কলা বিভাগ (Arts) এর অন্তর্গত একটি বিষয়। এই বিষয়েও
অন্যান্য বিষয়ের ন্যায় 20 নম্বরের প্রকল্প (Project
Work) সংযোজিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রবর্তিত শিক্ষাবিজ্ঞান
বিষয়ের পাঠ্যসূচী অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অন্তিম মূল্যায়নের জন্য 80 নম্বরের লিখিত
পরীক্ষার পাশাপাশি 20 নম্বরের একটি প্রকল্প (Project
Work) প্রণয়নের কাজ করতে হবে। এই কাজটি করতে গিয়ে শিক্ষার্থীরা
প্রয়োজন অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য গ্রহণ করতে পারবে।
প্রকল্প রুপায়নের পূর্বে শিক্ষার্থীদের জানতে হবে----
(১)
প্রকল্প কাকে বলে ?
(২)
প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী কী ?
(৩)
প্রকল্প কত প্রকারের হয় ?
(৪)
প্রকল্পমূলক কাজের উদ্দেশ্যগুলি কী কী ?
(৫)
প্রকল্পমূলক কাজের উপকারিতা কী ?
(৬)
প্রকল্প প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত হবে ?
(৭)
প্রকল্প প্রতিবেদনের কাঠামো কেমন হবে ?
(৮)
প্রকল্প প্রতিবেদন লেখার নিয়মাবলী কেমন হবে ?
(৯)
প্রকল্প প্রতিবেদনের সামনের পাতায় কী লিখতে হবে ?
নিম্নলিখিত
ভাবে উপরের বিষয়গুলি আলোচনা করা হল----
(১)
প্রকল্প কাকে বলে ?
উঃ- কোন
বিশেষ উদ্দেশ্যে সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে
প্রকল্প বলে। এ প্রসঙ্গে —
(i) “Stevenson” বলেছেন ---“A project
is a problematic act carried to completion in its natural setting”. অর্থাৎ, যে সমস্যামূলক কাজ তার স্বাভাবিক পরিবেশে
সম্পন্ন করা হয়, তাই হল প্রকল্প। (ii) “H.W.Kilpatrick”
এর মতে –- “A whole-hearted purposeful activity proceeding
in a social environment”. অর্থাৎ, প্রকল্প হল
কোন উদ্দেশ্যমূলক কাজ, যা একটি সমাজের অনুকূল পরিবেশে
আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়।
(২)
প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী কী ?
উঃ-
প্রকল্পের বৈশিষ্ট্যগুলি হল –
1) সমস্যাকেন্দ্রিকঃ- প্রকল্প হয়
সমস্যাকেন্দ্রিক। অর্থাৎ,
কোন না কোন সমস্যাকে কেন্দ্র করে প্রকল্প নির্ধারিত হয়ে থাকে।
2) উদ্দেশ্য
ভিত্তিকঃ-
কোন বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রকল্পের কাজ সম্পাদিত হয়ে থাকে।
3) অভিনবত্বঃ- প্রকল্পমূলক কাজ
সম্পাদন করতে গিয়ে শিক্ষার্থীদের কাজের মধ্যে অভিনবত্ব দেখা যায়।
4) সৃজনশীলতাঃ- প্রকল্পমূলক কাজের মধ্য
দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রকাশ ঘটতে দেখা যায়।
5) অনুসন্ধানমূলক
কাজঃ-
প্রকল্প রুপায়ন করতে গিয়ে শিক্ষার্থীরা নানা রকমের অনুসন্ধানমূলক কাজের মধ্য দিয়ে
শেখে।
6) বাস্তবতাকেন্দ্রিকঃ- প্রকল্প ভিত্তিক কাজ
সর্বদা কোন না কোন বাস্তব সমস্যাকে কেন্দ্র করে হয়ে থাকে।
7) সামাজিক
গুণাবলির বিকাসঃ- প্রকল্পমূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা,
সমবেদনা, একে অপরের উপর নির্ভরশীলতা ইত্যাদি
সামাজিক গুণাবলি গুলি বিকশিত হওয়ার সুযোগ গড়ে ওঠে।
(৩)
প্রকল্প কত প্রকারের হয় ?
উঃ-
প্রকল্প সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। যথা- (১) একক প্রকল্প, (২) দলগত
প্রকল্প।
(৪)
প্রকল্পমূলক কাজের উদ্দেশ্যগুলি কী কী ?
উঃ-
প্রকল্পমূলক কাজের উদ্দেশ্যগুলি হল—
(১)
প্রতিটি শিক্ষার্থীকে উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করা।
(২)
ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ করা এবং তাদের মধ্যে দলবদ্ধতার মানসিকতার বিকাশ সাধন
করা।
(৩)
ছাত্র-ছাত্রীদের মধ্যে সহযোগিতা বোধ জাগিয়ে তোলা।
(৪)
ছাত্র-ছাত্রীদের হাতে কলমে কাজ করতে শেখানো।
(৫)
ছাত্র-ছাত্রীদের সৃজনশীল প্রতিভার বিকাশে সাহায্য করা।
(৫)
প্রকল্পমূলক কাজের উপকারিতা কী ?
উঃ-
প্রকল্প রুপায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে।
শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরী হবে। প্রকল্প রুপায়ন করতে
গিয়ে শিক্ষার্থীরা পড়ার বই-এর বাইরের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবে।
(৬)
প্রকল্প প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত হবে ?
উঃ-
পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকল্প প্রতিবেদন লেখার ক্ষেত্রে কমপক্ষে
কতগুলি পৃষ্ঠা ব্যবহার করতে হবে সে বিষয়ে কোথাও কিছু বলেননি। তবুও বলা যায় যে একটি
আদর্শ প্রতিবেদন লেখার ক্ষেত্রে কমপক্ষে ১০-১৫ টি পৃষ্ঠা ব্যবহার করতে হবে।
(৭)
প্রকল্প প্রতিবেদনের কাঠামো কেমন হবে ?
উঃ-
প্রকল্প প্রতিবেদনের কাঠামোটি হবে নিম্নরূপ—
অধ্যায়
|
আলোচ্য বিষয়
|
প্রথম অধ্যায়
|
১.১.
ভূমিকা
১.২.
প্রকল্পের বিষয়
১.৩.
প্রকল্পের উদ্দেশ্য
১.৪.
প্রকল্প রুপায়নের পরিকল্পনা
|
দ্বিতীয় অধ্যায়
|
২.১.
তথ্য সংগ্রহ
২.২.
তথ্য বিশ্লেষণ
২.৩.
সিদ্ধান্ত গ্রহণ
|
তৃতীয় অধ্যায়
|
৩.১.
সীমাবদ্ধতা বা ত্রুটি
৩.২.
সহায়ক গ্রন্থপঞ্জী
|
(৮)
প্রকল্প প্রতিবেদন লেখার নিয়মাবলী কেমন হবে ?
উঃ-
প্রকল্প প্রতিবেদন লেখার নিয়মগুলি হল –
1) A4 মাপের সাদা
কাগজে নিজের হাতে প্রতিবেদন লিখতে হবে।
2) প্রতি
পাতায় উপরে ও বামদিকে 30-32
mm এবং নিচে ও ডানদিকে 18-20 mm মার্জিন দিতে
হবে।
(৯)
প্রকল্প প্রতিবেদনের সামনের পাতায় কী লিখতে হবে ?
উঃ-
প্রকল্প প্রতিবেদনের সামনের পাতায় যা লিখতে হবে –
1) উপরের
অংশে বড় হরফে প্রকল্পের শিরোনাম লিখতে হবে।
2) মাঝের
অংশে ছাত্র বা ছাত্রীর নাম,
শ্রেণি, বিভাগ,
রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ইত্যাদি দিতে হবে।
3) নিচের
অংশে বিদ্যালয়ের নাম এবং প্রতিবেদন উপস্থাপনের বর্ষ দিতে হবে।
এটা সত্যিই project এর জন্য helpful
ReplyDeletePorjict font pag
Deleteইতিহাস প্রকল্পে প্রাথমিক উৎসের উপর ভিত্তি করে তৈরি করা হয়
DeleteFlood in the sundarbans
ReplyDeleteThanks
ReplyDeleteপ্রকল্প রচনার ক্ষেত্রে ভূমিকাটা কিরূপ হবে তা একটু বলবেন প্লিজ
ReplyDeleteপ্রকল্প রচনার ক্ষেত্রে ভূমিকা কেমন হবে একটু সাহায্য করুন না plzz
Deleteপ্রাত্যহিক জীবনে গণিতের ভূমিকা অপরিসীম দৈনন্দিন জীবনে প্রায় সব ক্ষেত্রেই কিছু না কিছু ভাবে গণিতের প্রয়োগ হয়েছে গণিত হলো একটি জ্ঞানের ক্ষেত্র এখানে সংখ্যা বিভিন্ন সূত্র এবং তাদের সম্পর্কিত আকার এবং সেগুলি যে স্থানগুলিতে রয়েছে তার পরিমাপ এবং তাদের পরিবর্তনের বিষয়গুলি বোঝা যায় এই বিষয়গুলি যথাক্রমে তত্ত্বের প্রধান উপাখ্যান
DeleteAcknowledgement plzz
ReplyDeleteProject fast paga
ReplyDeleteপ্রকল্পের মুখবন্ধ কী?
ReplyDeletePlzz bolben
Jani na vai
DeleteAvigyaptra jinis ta ki ??
ReplyDeleteThanks, it is very helpful....
ReplyDeleteThanks for your help.
ReplyDeleteProject er uddeshow bolun
ReplyDeleteপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন পাঠক্রম অনুযায়ী প্রকল্প রূপায়ণ বিষয়টি কিছু বছর পর্বে অন্তর্ভুক্ত হয়েছে প্রকল্প রূপায়ণের মাধ্যমে আমরা হাতে কলমে বিষয়টি অনুধাবন করতে পারি যা দীর্ঘকাল আমাদের মনে থেকে যায় প্রকল্প রূপায়ণ করতে গিয়ে বিভিন্ন বই যেমন পড়া হয় তেমনি কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন তথ্য এবং আলোচনার মাধ্যমে অনেকের কাছ থেকে নতুন নতুন তথ্য জানতে পারি সুতরাং প্রকল্প রূপায়ণ উদ্দেশ্য যে একটি মহৎ বিষয়ে এতে কোন সন্দেহ নেই
Deleteবাংলা প্রকল্পের পরিকল্পনা
ReplyDeleteস্কুলে নিজের গ্রাম সম্পর্কে প্রকল্প বানাতে দিয়েছে, কী ভাবে বানাবো একটু বলে দিলে ভালো হয়
ReplyDeleteThanks for helping
ReplyDeleteবাল
ReplyDeleteচুতিয়া
ReplyDeletePlz send us SIGNIFICANCE OF PROJECT and CERTIFICATE OF PROJECT.
ReplyDeleteThank you so much
ReplyDeleteThis website is very useful to everyone 💯💯
ReplyDeleteডবগধঘধলশধলঘধমলদব
Deletegood
ReplyDeletethanks for your project guide ....
ReplyDeletei got help from this site
Very helpful for all students ...
ReplyDeleteএকক প্রকল্প কাকে বলে?
ReplyDeleteআমি আমার স্কুল এর এরিয়া সম্পর্কে কিছু প্রশ্ন এলাকা বাসিন্দা দের করতে চাই, তা কি কি প্রশ্ন করবো একটু বলুন দয়া করে
ReplyDelete।
কারকের উপর একটি প্রকল্পের ধারনা দিলে খুব ভালো হয়
ReplyDeleteপ্রকল্পের নতুন বিশ্ব একটু সাহায্য করবেন প্লিজ
ReplyDeleteসৌরভ গাঙ্গুলির সাক্ষাৎকার দিয়ে একটু সাহায্য করবেন প্লিজ
ReplyDeleteঔপনিবেশিক অরণ্য আইন ও আদিবাসী জনগনের প্রতিক্রিয়া সম্পর্কে প্রকল্প বানাতে দিয়েছে বলে দিলে ভালো হতো
ReplyDeleteHarrah's Hotel & Casino - Mapyro
ReplyDeleteThe casino 서귀포 출장마사지 and racetrack provides a variety of amenities to 청주 출장안마 guests. The casino is part of Harrah's 광명 출장마사지 Southern California 서귀포 출장샵 casino, and one of the 의정부 출장샵
আমাদের বিদ্যালয়ে কৈশোর বয়সে শিক্ষার্থীর মধ্যে অদ্ভুত আচরণগত সমস্যা বলি পর্যালোচনা এবং সমস্যার সমাধান কল্পে উপায় নির্ধারণে একটি বিশেষ প্রকল্প রচনা । এর প্রকল্প পদ্ধতি ? উত্তরটা দিন স্যার
ReplyDelete