পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত একাদশ শ্রেণির জন্য প্রকল্প সমূহ---

পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত একাদশ শ্রেণির জন্য প্রকল্প সমূহ
1) ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত যে কোন দুটি শ্রেণির বাল্য ও কৈশর এই দুটি অবস্থার অন্তত দশ জন শিক্ষার্থীর বিভিন্ন চাহিদার পর্যবেক্ষণ। (To study the needs of the students of class vi to x (at least ten students of any two classes ) belonging to two stages of development : childhood and adolescence.)

2) বিদ্যালয়ের মধ্যে পরিচালিত যে কোন কার্যাবলী ( সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, যে কোন খেলাধুলা, প্রাতকালিন সম্মেলন ইত্যাদি ) অথবা তোমার তুলনামূলক বিচারে অন্য কোন মাধ্যমিক/প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত সহপাঠ্যক্রমিক কার্যাবলীর পর্যালোচনা। (To organize any activity within school ( cultural function, debate, any game, sports, morning assembly etc. ) or to study on going co-curricular activities in another secondary/primary school in comparison to your own. )

3) নারীশিক্ষা, গণশিক্ষা প্রভৃতির উপর ভারতীয় শিক্ষাবিদগনের দৃষ্টিকোন থেকে পরিকল্পনা বা সর্বাঙ্গীণ বোধশক্তি সম্পন্ন পাঠ। ( Project or comprehensive study on the view point of Indian Educators on Women Study and Mass Education. )

4) প্রস্তাবিত পরিকল্পনা বা ক্ষেত্র পর্যবেক্ষণগুলি ব্যতিরেখে সিলেবাসভুক্ত যে কোন প্রাসঙ্গিক পরিকল্পনা নেওয়া যেতে পারে। (Apart from the Suggested Project or Field studies any relevant project based on the syllabus can be undertaken.)


Comments

Post a Comment

Popular posts from this blog

প্রকল্প নির্দেশনা (Project Guide)

প্রকল্প – ১ ( একাদশ শ্রেণী )

প্রকল্প – ৩ ( একাদশ শ্রেণী )